বেদ বেদাঙ্গ বেদান্ত

বেদ (সংস্কৃত: वेद) হল প্রাচীন ভারতে লিপিবদ্ধ তত্ত্বজ্ঞান-সংক্রান্ত একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন। বেদ সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধ... thumbnail 1 summary
বেদ (সংস্কৃত: वेद) হল প্রাচীন ভারতে লিপিবদ্ধ তত্ত্বজ্ঞান-সংক্রান্ত একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন। বেদ সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ। সনাতনরা বেদকে মনে করে ‘অপৌরুষেয়’ যার অর্থ ‘পুরুষ দ্বারা কৃত নয়, অলৌকিক’ এবং ‘নৈর্বক্তিক ও রচয়িতা-শূন্য’।
বেদের সংখ্যা চার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। প্রত্যেকটি বেদ আবার চারটি প্রধান ভাগে বিভক্ত: সংহিতা (মন্ত্র ও আশীর্বচন), আরণ্যক (ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকর্ম, যজ্ঞ ও প্রতীকী যজ্ঞ), ব্রাহ্মণ (ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান ও যজ্ঞাদির উপর টীকা) ও উপনিষদ‌ (ধ্যান, দর্শন ও আধ্যাত্মিক জ্ঞান-সংক্রান্ত আলোচনা)।

Vedas (Sanskrit: वेद) are a large body of religious texts originating in ancient India. Vedas are the oldest scriptures of Hinduism. Hindus consider the Vedas to be ‘Apauruṣeya’, which means ‘not of a man, superhuman’ and ‘impersonal, authorless.
There are four Vedas: the Rigveda, the Yajurveda, the Samaveda and the Atharvaveda. Each Veda has been subclassified into four major text types – the Samhitas (mantras and benedictions), the Aranyakas (text on rituals, ceremonies, sacrifices and symbolic-sacrifices), the Brahmanas (commentaries on rituals, ceremonies and sacrifices), and the Upanishads (texts discussing meditation, philosophy and spiritual knowledge).



বেদাঙ্গ (সংস্কৃত: वेदाङ्ग) হিন্দুধর্মের ছয়টি ঐচ্ছিক চর্চা যা প্রাচীনকালে উদ্ভূত, এবং বেদ চর্চার সাথে সম্পর্কযুক্ত। সেগুলো হলো: শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, কল্প এবং জ্যোতিষ। বেদাঙ্গ শব্দটির অর্থ ‘বেদের অঙ্গ’।

Vedanga (Sanskrit: वेदाङ्ग) are six auxiliary disciplines of Hinduism that developed in ancient times, and have been connected with the study of the Vedas. These are: Shiksha, Chandas, Vyakarana, Nirukta, Kalpa, and Jyotisha. Literally Vedanga means ‘limbs of the Vedas’.



বেদান্ত (সংস্কৃত: वेदान्त) হিন্দু দর্শনের ছয়টি দার্শনিক শাখার মধ্যে প্রসিদ্ধ। বেদান্ত শব্দটির অর্থ ‘বেদের অন্ত বা শেষ ভাগ’। বেদান্ত উপনিষদে অন্তর্ভুক্ত চিন্তা ও দর্শন থেকে উদ্ভূত ধারণাগুলি প্রতিবিম্বিত করে।

হিন্দু দর্শন বলতে বোঝায় প্রাচীন ভারতে উদ্ভূত একগুচ্ছ দর্শনের একটি সমষ্টি। হিন্দু দর্শনের মধ্যে ছয়টি দার্শনিক শাখা বিদ্যমান। এগুলি হল: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত।

Vedanta (Sanskrit: वेदान्त) is the most prominent of the six schools of Hindu Philosophy. Literally Vedanta means ‘end of the Vedas’. Vedanta reflects ideas that emerged from the speculations and philosophies contained in the Upanishads.

Hindu philosophy refers to philosophies, world views and teachings that emerged in ancient India. These include six systems – Sankhya, Yoga, Nyaya, Vaisheshika, Mimamsa and Vedanta.